Insaf Shoping

রিটার্ন ও রিফান্ড নীতিমালা

তারিখ: 16/05/2025

ইনসাফ শপিং সবসময় কাস্টমারের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই আপনার কেনাকাটায় কোনো সমস্যা হলে আমরা সহজ ও পরিষ্কার রিটার্ন ও রিফান্ড নীতিমালা অনুসরণ করি।

🔄 Insaf Shoping-এ আপনি কখন রিটার্ন করতে পারবেন?

আপনি ইনসাফ শপিং-এ কেনা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন যদি:

  • ভুল প্রোডাক্ট পেয়েছেন।
  • প্রোডাক্ট ভাঙা, নষ্ট বা ত্রুটিপূর্ণ।
  • অর্ডারে কোনো আইটেম মিসিং।
  • ওয়েবসাইটে যা দেখানো হয়েছিল, সেটার সঙ্গে পণ্যটি মিলছে না।

মন বদলের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়।

✅ ইনসাফ শপিং-এর রিটার্ন শর্তাবলী

রিটার্ন করতে হলে অবশ্যই:

  • প্রোডাক্টটি অব্যবহৃত, অক্ষত ও মূল প্যাকেজিং-এ থাকতে হবে।
  • পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ করতে হবে।
  • অর্ডারের ইনভয়েস/আইডি নম্বর দিতে হবে।
  • ইলেকট্রনিক পণ্যের জন্য আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক।

❌ যেসব পণ্য রিটার্নযোগ্য নয়

  • ব্যবহার করা বা ক্রেতার কারণে নষ্ট হওয়া পণ্য।
  • পার্সোনাল কেয়ার পণ্য (কসমেটিকস, অন্তর্বাস ইত্যাদি)।
  • খাদ্যপণ্য ও পচনশীল জিনিস।
  • ডিজিটাল পণ্য ও সাবস্ক্রিপশন।

💰 ইনসাফ শপিং-এর রিফান্ড পদ্ধতি

রিটার্নকৃত পণ্য ইনসাফ শপিং হাতে পেয়ে যাচাই করার পর:

  • অনুমোদিত হলে ৭-১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
  • পেমেন্ট যেভাবে করেছেন, সেভাবেই রিফান্ড হবে।
  • ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে বিকাশ/নগদ-এ রিফান্ড করা হবে।

🔄 Insaf Shoping-এ এক্সচেঞ্জ সুবিধা

  • যদি পছন্দের পণ্য মজুদ থাকে, ইনসাফ শপিং আপনাকে এক্সচেঞ্জ অফার করবে।
  • এক্সচেঞ্জের ক্ষেত্রেও একই শর্তাবলী প্রযোজ্য।

🚚 রিটার্ন শিপিংয়ের দায়িত্ব

  • যদি ভুল ইনসাফ শপিং-এর হয়, তাহলে শিপিং খরচ আমরা বহন করব।
  • যদি ক্রেতার নিজের ভুল (ভুল ঠিকানা, অর্ডার রিজেক্ট ইত্যাদি) হয়, তাহলে শিপিং খরচ ক্রেতাকেই দিতে হবে।

📞 কিভাবে ইনসাফ শপিং-এ রিটার্ন করবেন?

রিটার্ন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
📧 ইমেইল: insafshaping@gmail.com
📞 ফোন: 01919466505
💬 হোয়াটসঅ্যাপ: 01919466505
অর্ডার আইডি, রিটার্নের কারণ এবং প্রমাণস্বরূপ ছবি/ভিডিও পাঠাতে হবে।

🔒 ইনসাফ শপিং-এর বিশেষ নোটিশ

  • পূর্বানুমতি ছাড়া কোনো পণ্য ফেরত পাঠাবেন না।
  • অনুমতি ছাড়া পাঠানো রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  • Insaf Shoping প্রয়োজনে এই নীতিমালা হালনাগাদ করতে পারে।

ইনসাফ শপিং – আপনার ভরসার অনলাইন শপিং পার্টনার।

Scroll to Top